আবার সুন্দরবনে(Sunderbans) বাঘের হানায় প্রাণ গেল এক মৎস্যজীবীর(Fisherman)। মঙ্গলবার সকালে বসিরহাট(Basirhat) রেঞ্জের বাগনা বিটের অন্তর্গত জঙ্গলে কাঁকড়া(Crab) ধরতে যান তিন মৎস্যজীবী(Fisherman)। সেখানেই অতর্কিতে চিত্ত সরকার নামে এক মৎস্যজীবীর(Fisherman) ওপর হামলা চালায় বাঘ(Royal Bengal Tiger)। কিছু বুঝে ওঠার আগেই অন্য দুই সঙ্গী সুবল মণ্ডল এবং সুব্রত কয়ালের সামনেই ওই মৎস্যজীবীকে(Fisherman) জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ(Royal Bengal Tiger)।
স্থানীয় সূত্রে খবর, চিত্ত সরকারের বাড়ি গোসাবা(Gosaba) ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামের পূর্বপাড়ায়। মঙ্গলবার সকালে ঝিলার ৪ নং জঙ্গলের কাছে কাঁকড়া(Crab) ধরার সময় তাঁর ওপর হামলা করে বাঘ(Royal Bengal Tiger)। আচমকা আক্রমণে হতচকিত সঙ্গীদের সামনেই তাঁকে টেনে নিয়ে জঙ্গলে চলে যায় দক্ষিণরায়(Royal Bengal Tiger)। কোনওক্রমে অন্য দুই সঙ্গী ডাঙ্গায় ফিরতে সক্ষম হন। এরপর সুন্দরবন(Sunderbans) ব্যাঘ্র প্রকল্পের অফিসে খবর দেওয়া হয়। কিন্তু বন দফতরের(Forest Department) কর্মীরা রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও ওই মৎস্যজীবীর(Fisheman) দেহ উদ্ধার করতে পারেননি।
আরও পড়ুন- Mobile Phone: মোবাইল চার্জে বসিয়ে কথা, বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হল মহিলার
প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়ে পরপর ৩ দিনে সুন্দরবনে(Sunderbans) বাঘের আক্রমণের শিকার হলেন ৩ জন মৎসজীবী। রবিবার সকালে কাঁকড়া(Crab) ধরার সময় অরবিন্দ বিশ্বাস নামক কুমিরমারির বাসিন্দাকে বাঘ(Royal Bengal Tiger) জঙ্গলে টেনে নিয়ে যায়। অন্যদিকে সোমবার সকালে বেনিফেলির জঙ্গলে বাঘের(Tiger) হামলায় গুরুতর জখম হন মৎস্যজীবী(Fisherman) শংকর সর্দার। পরে হাসপাতালে(Hospital) তাঁর মৃত্যু হয়।