আবার সুন্দরবনে(Sunderbans) বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর(Fisherman)। বাঘের হামলার পরেই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি।
মৃত মৎস্যজীবী পঞ্চু মুন্ডা মৈপীঠ কোস্টাল থানার নগেনাবাদ গ্রামের বাসিন্দা। শনিবার সকালে স্ত্রী এবং দুই সহযোগীকে নিয়ে সুন্দরবনের(Sunderbans) জঙ্গলে কাঁকড়া ধরতে যান তিনি। কিন্তু কোনও এক অসতর্ক মুহূর্তে আচমকা একটি বাঘ(Tiger) তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে বলে দাবি পরিবারের। জানা গেছে, আচমকা ঝাঁপিয়ে পড়ে পঞ্চুর ঘাড়ে থাবা বসায় বাঘটি(Tiger)। তারপর টানতে টানতে জঙ্গলে নিয়ে চলে যায়। পঞ্চুর চিৎকারে বাঘটি(Tiger) ঘাবড়ে গিয়ে তাঁকে ছেড়ে জঙ্গলে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে আহত ওই মৎস্যজীবীকে(Fisherman) জয়নগর-কুলতলি(Jaynagar-Kultali) গ্রামীণ হাসপাতালে(Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা(Doctors) তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আর পড়ুন- CPIM Asansol: আসানসোলে তৃণমূলের বিরুদ্ধে ভোটলুঠ ও সন্ত্রাসের অভিযোগ সিপিআইএমের, আক্রান্ত প্রার্থী
এই নিয়ে দফায় দফায় বাঘের আক্রমণে(Tiger Attack) ত্রস্ত সুন্দরবন এলাকার মৎস্যজীবীরা। বেশ কিছুদিন পর আবার বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর(Fisherman)। প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার কুলতলির(Kultali) পেটকুলচাঁদ সেতুর কাছে গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরে ওই বাঘটিকে(Tiger) খাঁচাবন্দি করে শুক্রবার সুন্দরবনের(Sunderbans) ছামটা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।