লক্ষ্মীপুজোর পরেই ফের দক্ষিণ রায়ের আতঙ্ক। বুধবার সকালেই বসিরহাট রেঞ্জের ঝিলা ক্যাম্পের পাশের জঙ্গল থেকে বেড়িয়ে আসে বাঘটি। ঘটনায় কেউ আহত না হলেও বাঘের এই হানায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, বুধবার সকালে নিয়ম মেনেই জঙ্গল পরিদর্শন করছিলেন বনকর্মীরা। আচমকাই তাঁদের দিকে ধেয়ে আসে একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার। জঙ্গলের ধারে থাকা লোহার ফেন্সিংয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘটি।
আরও পড়ুন- Firing in Kolkata: ফের রাতের শহরে গুলি, এন্টালিতে গুলিবিদ্ধ এক মূক-বধির প্রৌঢ়
হাতের কাছে থাকা বাঁশ, ইট নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন বনকর্মীরা। তবে হঠাৎ করেই বাঘের এই আক্রমণে কিছুটা ঘাবড়ে গিয়েছেন তাঁরা। বাঘটির এই আক্রমণের সম্ভাব্য কারণ খাবারের অভাব বলেই জানিয়েছেন বনকর্মীরা। উল্লেখ্য, গত মাসেই সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হাতে জখম হন এক মৎস্যজীবী।