প্রায় চব্বিশ ঘণ্টা পর ধরা পড়ল গোসাবার বাঘ। সোমবার গভীর রাতে বাঘটি গোসাবার বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে ঢুকে গরু-ছাগল মেরে পাশের জঙ্গলে লুকিয়ে পড়ে। বন দফতরের কর্মীরা এসে প্রায় এক কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে দেয়। দিনভর বাঘ ধরার তোড়জোড় চলে। পাতা হয় দুটি খাঁচা। বন দফতর সূত্রে খবর, অবশেষে মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ বাঘটি খাঁচাবন্দি হয়।
কুলতলি এবং কুমিরমারির পর প্রায় একই ঘটনা ঘটেছিল গোসাবায়। সোমবার রাতে বিদ্যার জঙ্গল থেকে বালি আমলা মেথি এলাকায় ঢুকেছিল ওই বাঘ। সেখানে ঢোকার পর তিনটি ছাগল এবং একটি গরু মারে বাঘটি।