ফের জনবসতিপূর্ণ এলাকায় হানা দিল চিতাবাঘ (Leopard)। আতঙ্ক ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Bihar) ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। লোকালয়ে সাতসকালে চিতাবাঘটিকে চলাফেরা করতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
চিতাবাঘটিকে ধরা হয় একটি বাড়ির মধ্যে থেকে। ওই বাড়িটিতেই ঢুকে বসেছিল সে। বাঘটিকে ধরার পরে জলদাপাড়ায় ছেড়ে দেওয়া হবে বলে জানান বন দফতরের (Forest Department) কর্তারা। 'চিতার প্রিয় খাবারের মধ্যে একটি হল কুকুর, সেই কারণেই ঘনঘন জনবসতিপূর্ণ এলাকায় চলে আসছে ওরা', জানান বন দফতরের এক কর্তা।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ওই চিতাবাঘটিকে সকালে একটি বাড়ির পিছনে বসে থাকতে দেখেন। তার পর ওই এলাকা দিয়ে ঘুরতে থাকে চিতাবাঘটি। আচমকা একজনের বাড়িতে ঢুকে যায় সে। খবর দেওয়া হয় বনদফতরে। খবর পাওয়ামাত্রই এলাকায় পৌঁছে যান বনকর্মীরা।
আরও পড়ুন: অঙ্ক মেলাতে না পেরে 'আই কুইট' লিখে আত্মঘাতী শিলিগুড়ির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
পুলিশও ঘটনাস্থলে আসে। তড়িঘড়ি পুলিশ প্রায় গোটা এলাকা ফাঁকা করে দেয়। কলাবাগান এলাকায় আপাতত ১৪৪ ধারা জারি করা হয়েছে। জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে ওই বাড়িটিকে । শুরু হয়েছে চিতাবাঘটিকে ধরার তোড়জোড়।