শুক্রবার এসেছিল। শোনা যাচ্ছে শনিবার রাতেও একবার ঢুঁ মেরে গিয়েছে। তাকে দেখা যায়নি। কিন্তু সকালে উঠে টাটকা পায়ের ছাপ পেয়েছেন গ্রামবাসী। আর তাতেই এখন ঘুম ছুটেছে কুলতলির মইপিঠ গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি, ফি বছর শীতের শুরুতে এই গ্রামে বাঘ আসে। তার জন্য বনদফতর আগাম গ্রামের চারপাশে জাল বিছিয়ে রাখে। এবারও রাখা হয়েছে। তাতেও পায়ের ছাপ রেখেই তিনি চলে গিয়েছেন।
এই ঘটনার জেরে থানাকে সতর্ক করেছে বন দফতর। রবিবার সকাল থেকে মাইকিং চলছে মইপিঠে। গ্রামবাসীদের ঘন জঙ্গলের দিকে যেতে নিষেধ করা হচ্ছে। কারণ, বন কর্তারাও স্পষ্ট নন, বাঘ এলাকায় আছে না নেই। কারণ, যে জায়গা থেকে পায়ের ছাপ পাওয়া গিয়েছে, তা এলাকার খুব কাছাকাছি বলেই দাবি গ্রামবাসীদের।
এই বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে সুন্দরবনে বাঘ গণনার কাজ। বন দফতরের দাবি, সুন্দরবনের এই অংশে এখনও কাজ শুরু হয়নি। তার জেরেই হয়তো মইপিঠের আশে পাশে চলে এসেছে বাঘ। পায়ের ছাপ দেখে পূর্ণ বয়স্ক বলেই দাবি বন কর্তাদের।