পশ্চিমবঙ্গ (West Bengal) বিধানসভার (assembly) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিরুদ্ধে বিধানসভার ভিতরেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ জানিয়ে বিজেপির-ই চার বিধায়ক স্পিকারকে চিঠি দিয়েছিলেন। ওই ঘটনার প্রেক্ষিতে এ-বার ওই চার বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার।
বিজেপির টিকিটে জিতে তৃণমূলে (TMC) যোগ দেওয়া ওই চার বিধায়ক— রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়কে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: CPM: সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কমিটিতে নেই বিমান, সূর্যকান্ত
ওই বিধায়করা জানিয়েছেন, তাঁদের নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে ছিল। কিন্তু বিরোধী দলনেতা হুমকি দেওয়ার পর তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। বৃহস্পতিবার ওই চার জন স্পিকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। তারপরেইওই বিধায়কদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই ওই এমএলএদের নিরাপত্তা বাড়িয়েছিল রাজ্য। এ বার সেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে।