তিলজলা কাণ্ডে পরিদর্শন করতে আসা জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যানকে হেনস্তার অভিযোগের জেরে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হল তিলজলা থানার ওসি বিশ্বক চট্টোপাধ্যায়কে। তাঁর বদলে নতুন দায়িত্ব পেলেন সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, শুক্রবার তাঁর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুলেছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। ওই ঘটনার পর শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ওসিকে ছুটিতে পাঠানো হয়েছে। এ বার পুলিশের তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, বিশ্বককে অপসারণ করা হয়েছে।
প্রাথমিকভাবে বিভিন্ন মহল থেকে খবর আসছিল ছুটিতে যাচ্ছেন তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়। তিলজলাকাণ্ডের জেরে তিনি ছুটিতে গেলেন কি না তা নিয়েও প্রশ্নটা থেকেই গিয়েছিল।
সেই প্রশ্নের অবসান ঘটল শনিবার।