তিস্তা বাজার রেলওয়ে স্টেশন। এটি ভারতের একমাত্র ভূগর্ভস্থ রেলওয়ে স্টেশন। বাংলা-সিকিম রেল প্রকল্পের অন্তর্গত এই স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায় পৌঁছে গিয়েছে। রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ এগোচ্ছে। ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে ভারতীয় রেল।
সেবক থেকে রংপো পর্যন্ত এই নতুন রেল সংযোগী প্রকল্পটির মাধ্যমে এক ট্রেনেই কলকাতা থেকে সিকিমে পৌঁছে যাওয়া যাবে। তবে, চলতি বছরে কাজ শেষ হলেও উদ্বোধন হবে কবে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন - রবিবার কলকাতার আকাশ মেঘলা, আগামী সপ্তাহে কবে বৃষ্টি হবে, কী বলছে হাওয়া অফিস
প্রায় ৪৫ কিমি লম্বা এই প্রকল্পে ১৪টি টানেল, ২২টি ব্রিজ ও ৫টি স্টেশন রয়েছে। এই পাঁচটি স্টেশনের মধ্যেই একটি তিস্তা বাজার রেলওয়ে স্টেশন। গোটা প্রকল্পটির প্রায় ৩৮ কিলোমিটার অংশ রয়েছে টানেলের মধ্যে। যার মধ্যে ৭৬ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ৭টি টানেলের খনন কার্য সম্পূর্ণ হয়েছে। আরও কয়েকটি খননের কাজ প্রায় শেষ হওয়ার পথে।