ব্যক্তিগত আক্রোশ থেকেই টিটাগড়ে বোমা বিস্ফোরণ। নিজেদের রাগ মেটাতেই স্কুলে বোমা ছুড়েছে অভিযুক্তরা। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অলোক রাজোরিয়া।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অলোক রাজোরিয়া বলেন, “চারজনকে আমরা গ্রেফতার করেছি। এই চারজনের বাড়ি টিটাগড় থানার মধ্যে। তিনজনের বাড়ি ওড়ানপাড়া। আর একজনের বাড়ি এ কে আজাদ রোডে। পুলিশি জেরায় এরা তাঁদের দোষের কথা স্বীকার করেছে। এদের মধ্যে মহম্মদ রেহানের বাড়ি থেকে ১০টি তাজা বোমা পাওয়া গিয়েছে। ধৃতদের মধ্যে তিনজন এই স্কুলেই লেখাপড়া করেছেন। বোমাবাজির ঘটনাটা পুরোটাই ব্যক্তিগত আক্রোশের কারণে হয়েছে। ওখানকার কিছু পড়ুয়াদের উপরেই আক্রোশ ছিল।"
আরও পড়ুন- Titagarh Bomb Blast: টিটাগড় বিস্ফোরণে তৎপর পুলিশ, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৪
উল্লেখ্য, টিটাগড় বোমা বিস্ফোরণের ২৪ ঘন্টার মধ্যেই চার জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া ওই চার যুবকের নাম মহম্মদ আয়রন, শেখ বাবলু, মহম্মদ সাদিক এবং রোহন। ধৃত যুবকদের চারজনই স্থানীয় এবং তিনজন ওই স্কুলের ছাত্র। প্রত্যেকের বয়স ১৮-১৯ বছরের আশপাশে।