কংগ্রেস-তৃণমূলের তিক্ততার জের যে সংসদে পড়তে চলেছে, তার ইঙ্গিত আগেই মিলেছিল । সেইমতো,শুক্রবার কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠক এড়িয়ে গেল তৃণমূল । এদিন,কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে বিরোধীদের নিয়ে বৈঠক ডেকেছিলেন । সেই বৈঠকে হাজির থাকল না তৃণমূল । এদিকে, দিল্লিতে বসে রাহুলের ন্যায় যাত্রা-কে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ।
বৈঠকে হাজির না থাকার প্রসঙ্গে সুদীপ জানিয়েছেন, তাঁদের সঙ্গে মতবিরোধের বিষয় চলছে। সিপিএম, রাজ্য কংগ্রেসের ভূমিকা নিয়ে। সেগুলি আগে নির্ধারিত হোক। তার পর পরবর্তী পদক্ষেপের কথা ভাবা যাবে। এরপরই রাহুলের ন্যায় যাত্রা নিয়ে কটাক্ষ করেন । কংগ্রেস সাংসদের কটাক্ষ, পশ্চিমবঙ্গে প্রবেশ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল। ন্যায় যাত্রা অন্যায়ে পরিণত হয়েছে ।