বকেয়া পুরভোটে প্রার্থীতালিকা (Candidate List) প্রকাশ হওয়ার পরই জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের (TMC)। উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় প্রার্থী নিয়ে বিক্ষোভে তৃণমূল কর্মীদের একাংশ। পুরুলিয়ায় দল ছাড়লেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর সহ একঝাঁক কর্মী। বিক্ষোভ পূর্ব মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকাতেও। কাঁথি পুরসভার প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষ। রাজ্যের মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভে তৃণমূল কর্মীদের একাংশ।
টিকিট না পেয়ে পুরুলিয়ায় কয়েকঘণ্টার মধ্যে দল ছাড়লেন ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর রুকাইয়া খাতুন (Rukaiya Khatun)। তৃণমূলের একাধিক কর্মীরা তাঁর সঙ্গে কংগ্রেসে যোগ দেন। অশোকনগরের কল্যাণগড় পৌরসভার সামনেও বিক্ষোভ শুরু হয়। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ প্রদর্শন। তাঁদের দাবি, ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমন পালের নাম ঘোষণা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। একই ছবি ধরা পড়ল বারাসত পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। সমীর কুণ্ডুকে প্রার্থী করা নিয়ে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার রাতেই রাস্তায় মিছিল করে স্লোগান তুলল তৃণমূল কর্মীদের একাংশ।
আরও পড়ুন: ১০৮ পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেসের,দলে 'এক ব্যক্তি এক পদ' নীতিতে জোর
প্রার্থীতালিকা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রাজ্যের মন্ত্রী অখিল গিরির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। অভিযোগ, কাঁথি ও এগরা পুরসভার তৃণমূলের প্রার্থীতালিকায় যারা আছেন, তারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। বিক্ষোভ সামাল দিতে পূর্ব মেদিনীপুরের নির্বাচনী কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।