পুরসভা নির্বাচনকে (West Bengal Municipal election) কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল ভাটপাড়া (Bhatpara) এলাকায়। নিজের বাড়ি থেকে বেরতেই সাংসদ তথা বিজেপি (BJP) নেতা অর্জুন সিংকে (Arjun Singh) ঘিরে ব্যপক বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস (TMC)।
রবিবার সকালে নিজের বাড়ি শ্রমিক ভবন থেকে অর্জুন বেরতেই শুরু হয় বিক্ষোভ। সামাল দিতে লাঠি চালায় পুলিশ। শুরু হয় ইটবৃষ্টি। অর্জুন অভিযোগ করেন, প্রশাসনকে সঙ্গে নিয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।
আরও পড়ুন: West Bengal Municipal Election: সোনারপুরে ইভিএম ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ বাম-কংগ্রেসের
নিজের ওয়ার্ডে এবার ভোট দিতে পারলেন না অর্জুন। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার অর্জুন সিং (Arjun Singh)। সেই ওয়ার্ডে এবার বিজেপি (BJP) প্রার্থী করেছিল সৌরভ সিং-কে। যিনি আবার সম্পর্কে অর্জুন সিং-এর (Arjun Singh) ভাইপো। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে বিজেপির মনোনয়ন প্রত্যাহার করেন সৌরভ সিং। এরপর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক পার্থ ঘোষের উপস্থিতিতে শাসকদলের যোগ দেন সৌরভ সিং। ফলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড যেখানে অর্জুন সিংয়ের বাড়ি, এবারের পুরভোটে সেখানে বিজেপির (BJP) কোনও প্রার্থী নেই।