প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লোকসভা কেন্দ্র বারাণসীতে (Varanasi) গিয়ে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস (TMC)। হাওড়ার রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মিছিল করে তৃণমূল। বৃহস্পতিবার দিনভর বারাসত, নদীয়া, পুরুলিয়া, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় প্রতিবাদে নামে তৃণমূল কর্মীরা।
সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষোভের ছবি ধরা পড়ে। পথে নামে পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস। শহরের ট্যাক্সি স্ট্যান্ডে একটি বিক্ষোভ কর্মসূচি করেন কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোর্তিময় বন্দ্যোপাধ্যায় ও পুরভোটে জয়ী তৃণমূল কাউন্সিলররা। জলপাইগুড়ি জেলা কার্যালয়ের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃনমুল ছাত্র পরিষদের কর্মীরা। ছিলেন জলপাইগুড়ির তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভব্রত চৌধুরী।
আরও পড়ুন: 'আমার ওপর হামলা হয়েছে মানেই বিজেপি হারছে,' উত্তরপ্রদেশে প্রচারসভা থেকে আক্রমণ মমতার
বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় বৃহস্পতিবার সকালে দুর্গাপুরেও বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। রাস্তা অবরোধ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা পোড়ানো হয়।