রবিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকা । সেখানে বিজেপির মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছে । গুলির পাশাপাশি বোমাও ছোড়া হয় মিছিলে । অভিযোগের তির তৃণমূলের দিকে । বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অভিযোগ, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।
অখিল গিরির মন্তব্যের বিরুদ্ধে রবিবার ভগবানপুর-২ ব্লকের বরোজ গ্রামপঞ্চায়েতের বিজয়নগরে প্রতিবাদ মিছিল ছিল বিজেপির । অভিযোগ, সেই মিছিলে বোমাবাজি ও গুলি চালানো হয় । শাসকদলের দিকে অভিযোগের আঙুল তোলে বিজেপি । তাদের দাবি, বিজেপিকে রুখতে এসব করছে শাসকদলের লোকজন ।
ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এভাবে বিজেপিকে রোখা যাবে না । পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন বিধায়ক । তাঁর অভিযোগ, পুলিশের সামনে বোমা-বন্দুক নিয়ে খেলল তৃণমূলের গুন্ডারা । পুলিশ ছিল নীরব দর্শক । এসব করে তাঁদের আটকানো যাবে না । চোর-ডাকাতের দিন শেষ । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।