লোকসভার আক্ষেপ মিটল বিধানসভার উপনির্বাচনে। বরাহনগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভগবানগোলা কেন্দ্রে বাংলার শাসক দলের প্রার্থী রেয়াত হোসেন সরকার। এই কেন্দ্রে অবশ্য জল্পনা চলছিল, ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী নাম ঘিরে। শুক্রবার বিকেলে সেই জল্পনায় জল ঢেলে রাজ্যের দুই উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল।
লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরই ব্রিগেড ছেড়েছিলেন সায়ন্তিকা। ভাইরাল হয়েছিল তাঁর তৃণমূল ছাড়ার চিঠি। যদিও, ইস্তফার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। স্বীকার করেছিলেন প্রার্থী না হতে পেরে অভিমান হয়েছিল।
সায়ন্তিকার সেই অভিমান কার্যত মেটাতে উত্তর ২৪ পরগনার বরাহনগর থেকে তাঁকে প্রার্থী করা হল। সম্প্রতি এই কেন্দ্রে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বর্ষীয়ান তাপস রায়। তিনি এখন বিজেপিতে। পয়লা জুন রাজ্যের সপ্তম দফার লোকসভার সঙ্গে বরাহনগরে হবে উপনির্বাচন। সায়ন্তিকার প্রতিপক্ষ বিজেপির সজল ঘোষ। ভগবানগোলায় লড়াই রেয়াতের সঙ্গে বিজেপির ভাস্কর সরকার।