বঙ্গ সফরে এসেই তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। রবিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জনসভায় যোগ দিয়ে বাংলায় পরিবর্তনের ডাক দেন নাড্ডা। গত লোকসভা নির্বাচনে রাজ্যে ২৪টি আসনে হেরে গিয়েছিল বিজেপি। এদিন রাজ্যে জোড়া সভা করেন তিনি। পঞ্চায়েতের আগে দলের হাল ফেরাতে মঞ্চে উঠেই তৃণমূলকে আক্রমণ করেন নাড্ডা।
Nadia News: ছেলের বয়স ১২৩,বাবার ৪৫, মায়ের ৪০! রেশন কার্ডে বয়সের অঙ্ক কষতে গিয়ে নাজেহাল নদিয়ার পরিবার
রবিবার রাতেই পাল্টা লিখিত বিবৃতি দেয় তৃণমূল৷ বাংলায় ১০০ দিনের কাজ, আবাস যোজনা ও মিড মে মিল নিয়ে যে অভিযোগ তুলেছিলেন নাড্ডা, তার উত্তরে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বাংলায় বিজেপি নেতারাই আবাস যোজনায় নিজেদের নাম ঢুকিয়েছেন। এছাড়াও ১০০ দিনের কাজ প্রসঙ্গেও শুভেন্দু অধিকারীর যুক্ত থাকার অভিযোগ করেছে তৃণমূল।