বীরভূম (Birbhum) জেলা তৃণমূলের (TMC) সভাপতি অনুব্রত মন্ডল (Anubrata Mandal) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর হাতে গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হলেন।
২০২১ সালের ২ মে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই মামলায় নাম জড়িয়েছে অনুব্রত মন্ডলের। তার প্রেক্ষিতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের (High Court) দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল।
ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বৃহস্পতিবার তলব করেছে সিবিআই (CBI)। তিনি তদন্তে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না করা হয়, সেই আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করলেন অনুব্রত। তিনি দ্রুত শুনানির আর্জি জানান। বিচাপতি রাজশেখর মান্থা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা শুনানুর সময় ধার্য করেছেন।
আরও পড়ুন: TMC: আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে প্রার্থী স্বয়ং মমতা, আমন্ত্রণ অবিজেপি দলগুলিকে
এর আগেও অনুব্রতকে সিবিআই নোটিস পাঠিয়েছিল। কিন্তু তখন তিনি অসুস্থতা এবং অন্য কাজের অজুহাত দেখিয়ে হাজিরা এড়ান। সিবিআই জানতে পারে, যেদিন তৃণমূল নেতার হাজিরা দেওয়ার কথা ছিল, সেদিনই অনুব্রত দলের একটি সভায় যোগ দিয়েছিলেন। তারপরই সিবিআই তাঁকে বৃহস্পতিবার হাজির হওয়ার ফের নোটিস দেয়।