বোমা বিস্ফোরণের ৬০ ঘন্টা পর নতুন করে উত্তেজনা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে(Contai Bomb Blast)। অভিযোগ, সোমবার গ্রামে পুলিশ ঢুকতেই তাঁদের সাথে আসে তৃণমূল কর্মীরা। তৃণমূলের তরফে বিস্ফোরণ কাণ্ডে বিজেপিকে দায়ী করতেই সংঘর্ষ বাধে তৃণমূল-বিজেপির(TMC-BJP Clash)। পরবর্তীতে এলাকা ছেড়ে পালায় বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালালেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ(West Bengal Police)। উল্টে তাঁদের কর্মীদের শাসানোর অভিযোগ করেছে বিজেপি।
শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ভূপতিনগরে(Contai Bomb Blast) এক তৃণমূল নেতার(TMC leader death) বাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় মারা যান তৃণমূল নেতা-সহ তিনজন। গুরুতর আহত হন আরও দু'জন । বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় তৃণমূল (TMC) নেতার বাড়িও। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি-তৃণমূল কর্মীদের(BJP-TMC Clash) মধ্যে টানাপোড়েন শুরু হয়।
আরও পড়ুন- Contai Bomb Blast : অভিষেকের সভার আগে কাঁথিতে বিস্ফোরণ, মৃত তৃণমূল নেতা-সহ ৩
পরবর্তীতে ৬০ ঘন্টা কেটে গেলেও কোনও তদন্ত হয়নি বলেই অভিযোগ। এলাকায় বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড(Bomb Disposal Squad) এলেও তা অনেক দেরিতে এসেছে বলেও অভিযোগ স্থানীয়দের।