বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডে তীব্র উত্তেজনা! ১১ নম্বর বুথে বিজেপি প্রার্থী প্রমিতা সাহার সঙ্গে তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর হাতাহাতির অভিযোগ উঠল। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। পুলিশকর্মীরা দুই প্রার্থীকে সরিয়ে দেন।
বিধাননগরের ৩৭ নং ওয়ার্ডের দুই প্রার্থীর মধ্যে হাতাহাতির ঘটনায় কড়া নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।
বিধাননগরের (Bidhannagar) এই ওয়ার্ডে সকাল থেকেই শাসকদল তৃণমূল উত্তেজনা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, ১১ নম্বর বুথে ফলস ভোট দিচ্ছিল বহিরাগতরা। অন্তত ১৬টি ছাপ্পা পড়েছে। বিজেপি প্রার্থী ঘটনাস্থলে গেলে শুরু হয় বচসা। পরে দুই প্রার্থীর হাতাহাতি শুরু হয়।
আরও পড়ুন: Bidhannagar Municipal Election: সল্টলেকে উত্তেজনা! ভূয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী
তৃণমূল শিবিরের দাবি, ছাপ্পার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পায়ের তলায় জমি নেই বিজেপির। তাই উত্তেজনা তৈরির চেষ্টা চলছে।