পুরভোটের (Municipality Election) বিজেপি বনাম তৃণমূলের সংঘর্ষে আগে ফের অশান্ত উত্তর ব্যারাকপুর। তৃণমূল নেতা সুশান্ত মজুমদারকে (Sushanta Mazumder) খুনের পর এবার যুব তৃণমূল নেতার (TMC Leader) ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
শনিবার রাতে এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন উত্তর বারাকপুর (North Dinajpur) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা দীপঙ্কর সাহা (Dipankar Saha)। তাঁর অভিযোগ, বাইক থামিয়ে ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। সকলেই বিজেপি করে। যুব তৃণমূল (TMC) নেতাকে মারধরের পর তাঁর সঙ্গীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। সমীর বসু নামে ওই তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: Anis Khan: আনিস হত্যায় 'ষড়যন্ত্র' দেখছেন ফিরহাদ, সরকারকে আক্রমণ সেলিম, শুভেন্দুর
রাতে ঘটনাস্থলে যায় টিটাগড় (Titagarh) থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, পুরভোটের আগে বিজেপির তরফে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।