বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাতেও লাগল রাজনীতির রং । এদিন, সকালে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী তথা বড়বাজারের একদা বিধায়ক তাপস রায় ঘটনাস্থলে পৌঁছতেই উত্তেজনা ছড়ায় । তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান ওঠে । বচসা, হাতাহাতিতে জরিয়ে পড়ে বিজেপি-তৃণমূল কর্মী সমর্থকরা । এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে সকাল সকাল উত্তেজনা ছড়ায় বড়বাজার এলাকায় ।
সোমবার বড়বাজার এলাকায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তাপস রায় । তিনি পৌঁছতেই বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয় । তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি এখানে নোংরা রাজনীতি করতে এসেছে। তাপস রায়ের অভিযোগ, তাঁদের বিজেপি প্রার্থী শামিমকে মারধর করেছে তৃণমূলের কাউন্সিলর । তাপস রায়ের দাবি, কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে । তাপস রায় আরও বলেন,'তাপস রায় কখনও নোংরা রাজনীতি করে না। বড়বাজারের বিধায়ক ছিলাম আমি, সবাই জানে। আমায় এটা বলতে হবে না। মানুষ জানে কারা নোংরা।' এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি ।
এদিন ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিমও । তাপস রায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,'যখন কেউ নতুন নতুন নির্বাচনে দাঁড়ায়, তখন বেশি বলেন। তাপসদা ভয় পেয়ে ওদিকে গিয়েছে, ওরা যদি এবার রেগে যায়, উনি যাবেন কোথায়।'