নেতাজী(Netaji) মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত ভাটপাড়া(Bhatpara)। বিজেপি(BJP) সাংসদ অর্জুন সিংকে(MP Arjun Singh) লক্ষ্য করে ছোঁড়া হল ইঁট। পাল্টা গুলি চালানোর অভিযোগ সাংসদের ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে।
সূত্রের খবর, রবিবার সকালে ভাটপাড়ার বিধায়ক পবন সিং(MLA Pawan Singh) নেতাজীর মূর্তিতে মালা দিতে গেলে তৃণমূল(TMC) সমর্থকদের সঙ্গে বচসা বাধে। ধীরে ধীরে পরিস্থিতি জটিল আকার নেয়। খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক পবন সিংয়ের(MLA Pawan Singh) বাবা তথা ব্যারাকপুরের(Barrackpore) বিজেপি সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh)। অভিযোগ, অর্জুন সিংকে লক্ষ্য করে চলে ব্যাপক ইঁটবৃষ্টি।
অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূল(TMC) ভাটপাড়া এলাকায় অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। তার দফায় দফায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে। তবে তৃণমূলের(TMC) পাল্টা দাবি, গুলি চালিয়েছে অর্জুনের নিরাপত্তারক্ষীরাই। শেষপর্যন্ত নিরাপত্তারক্ষীরা সাংসদ অর্জুন সিংকে(Arjun Singh) এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী(Police Force)।