তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত ঠাকুরনগর। ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আহত দলীয় কর্মীদের দেখতে রবিবার সন্ধের সময় হাসপাতালে পৌঁছন মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা তাঁর উপর হামলা চালায়। একই অভিযোগ করেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও। যদিও পালটা হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
নবজোয়ার কর্মসূচির জন্য রবিবার ঠাকুরনগর গিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। কর্মসূচি শেষ করে ফেরার পরেই কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেসময়ই আহত হয় কয়েকজন।