সম্প্রতি ধাপরাহাট বাজারে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের দাড়ি গোঁফ উপড়ে ফেলার নিদান দেন। এর আগেও একাধিকবার নানা বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এবার তার মন্তব্য ঘিরেই ধুন্ধুমার দিনহাটায়। দিনহাটা শহর বিজেপি মণ্ডল সভাপতি অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় বিজেপি কর্মীরা চলে এলে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়।
আরও পড়ুন: সরাসরি রাজনীতিতে যোগ দিতে চান কঙ্গনা, বিজেপির টিকিটে ভোটে লড়াইয়ের ইচ্ছাপ্রকাশ অভিনেত্রীর
উদয়নের পাল্টা দিয়ে, দিনহাটা বিজেপি শহর মণ্ডল সভাপতি অজয় রায় বলেছিলেন "উদয়ন গুহের হাড়গোড় ভেঙে কলকাতায় পার্সেল করে পাঠানো হবে। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় উভয়পক্ষের হুমকির পোস্ট। " ঘটনার প্রতিবাদে রবিবার অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। এলাকার বিজেপি কর্মীরা এলে চলে ধুন্ধুমার। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় উভয় দলের কর্মীরা। পরে দিনহাটা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও এদিন মন্ত্রী উদয়ন গুহের নামে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে দিনহাটা শহর মণ্ডল বিজেপির সভাপতি অজয় রায়ের নামে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুব তৃণমূল কংগ্রেস।