ক্ষমতার থাকার সময় বাম (Left)-কংগ্রেসও (Congress) যা করে দেখাতে পারেনি, রাজনৈতিক মহলের দাবি, এই পুরভোটে (Municipal election) সেই নজির তৈরি করল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (Tmc)। ১০৮ পুরসভার ভোটে ফল প্রকাশের পর দেখা গেল ৩১টি পুরসভা বিরোধী শূন্য। যার মধ্যে অধিকাংশ উত্তর ২৪ পরগনা (North 24 paragana) এবং বীরভূমে (Birbhum)। তালিকায় আছে দক্ষিণ ২৪ পরগনাও। এই ভোটে তাদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ উড়িয়ে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, এই পুরভোটের ফল ফের প্রমাণ করল বাংলা শুধুমাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) চায়। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) জানিয়েছেন, প্রতি ভোটে হারলেই বিরোধীরা একই অভিযোগ করে। কিন্তু তা ভিত্তিহীন। বরং অনুব্রত মনে করেন, এবারের পুরভোটে তৃণমূলের বড় জয়ের পিছনেও আছে নেত্রীর কাজ। কারণ, তাঁর মতে, কোনও নেতা বা নেত্রীকে দেখে নয়, বাংলার মানুষ ভোট দেন মমতার বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম আর কাজ দেখেই।
একদা বাম দূর্গ বলে পরিচিত ছিল উত্তর ২৪ পরগনা। ২০১৫ সালে শেষ পুরভোটেও বেশ কয়েকটি জায়গায় জিতেছিল বিরোধীরা। কিন্তু এবার আর কেউ সেই জায়গা পায়নি। বিশেষকরে অর্জুন সিংয়ের নিজের গড় বলে পরিচিত ভাটপাড়ায় বোর্ড দখলের পাশাপাশি বিরোধী শূন্য করেছে রাজ্যের শাসক দল। এই তালিকায় আছে নৈহাটি, হালিশহর, ব্যারাকপুরের মতো একাধিক পুরসভা। ফল ঘোষণার আগেই তৃণমূলের দমদমের সাংসদ সৌগত রায় কার্যত স্বীকার করেছিলেন, গত রবিবার ভোটের দিন অনেক জায়গাতেই শাসকদলের অতি উৎসাহী কর্মীরা ছাপ্পা ভোট মেরে ছিলেন। যার উদাহরণ হিসাবে রাজনৈতিক মহলের দাবি, বীরভূমের ৯৩টি ওয়ার্ডের ৯২টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন : সুকান্ত, দিলীপ, শুভেন্দুর গড়ে বিপর্যয় বিজেপির, জিতে মানরক্ষা বিধায়ক হিরণের
তবে এখন প্রশ্ন হল, বিরোধী শূন্য এই পুরসভাতে কাজ হবে কী ভাবে ? ১৯৯৩ সালে সংশোধিত পুরআইনে বলা হয়েছিল, বিরোধী ছাড়া কোনও পুরসভা তার কাজ করতে পারে না। বিশেষ করে অর্থ সংক্রান্ত কোনও বিলের ক্ষেত্রে বিরোধীদের মতামত জরুরি হয়। কিন্তু তৃণমূলের এই বিপুল জয়ের পর সেই আইন কার্যত খাতায়-কলমে এসে দাঁড়াল। যদিও তৃণমূল নেতাদের একাংশের মতে, চিন্তার কোনও কারণ নেই। মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে কাজ করার জন্য। আর সেই উন্নয়ন হবে এই পুরসভাগুলিতে। ইতিমধ্যেই জয়ী কাউন্সিলরদের কাছে বার্তা, মানুষকে সম্মান জানিয়ে মাথানীচু করে কাজ করতে হবে।