পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থীকে হারাতে ব্যালট পেপারই চিবিয়ে খেয়ে নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের অশোকনগর সেক্রেটারি বয়েজ হাইস্কুলে।
জানা গিয়েছে, গণনার শেষে ৪ ভোটে জয়ী হন CPIM প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। অভিযোগ এরপর গণনাকেন্দ্রে ঢুকে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী মহাদেব মাটি। অভিযোগ, তারপর তিনি সিপিএম প্রার্থীর ৪টি ব্যালট ছিড়ে খেয়ে নেন। এবং বাকি ব্যালট ছড়িয়ে দিয়ে পালিয়ে যান। এরপর প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ওই কেন্দ্রের গণনা।