তৃণমূল(TMC) প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে আতঙ্ক ছড়ায় কোচবিহারের দিনহাটায়(Dinhata)।
জানা গেছে, ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল(TMC) প্রার্থী মিঠু দাসের স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় বিজু দাসকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে(Dinhata Hospital)। ঘটনার সঠিক তদন্ত চেয়ে দিনহাটা সামনে বিক্ষোভে বসে তৃণমূল(TMC)। শামিল হন এলাকার বিধায়ক উদয়ন গুহ(Udayan Guha)।
আরও পড়ুন- West Bengal News: পুলিশের পোশাকে ঢুকে ছাদ থেকে ফেলে ছাত্রনেতাকে খুনের অভিযোগ!
ভোটের আগেই ১৬টি আসনের মধ্যে ৭টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল(TMC)। বৃহস্পতিবার সন্ত্রাসের অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়ান সিপিআইএম(CPIM) এবং বিজেপি(BJP) প্রার্থীরা।
তবে বিনা যুদ্ধে জেতার পরেই বিতর্ক তৈরি হয় তৃণমূলের(TMC) অন্দরে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ(Rabindranath Ghosh) এই ভোটকে ভালোভাবে নেননি। অন্যদিকে নাম না করে রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ(udayan Guha)।