পুরসভা নির্বাচনের (Municipal election) প্রচারে এসেছিলেন বিজেপি প্রার্থী। তাঁর প্রচার মিটতেই এলাকা স্যানিটাইজ করলেন তৃণমূল প্রার্থী।
বিধাননগর পৌরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালীর সমর্থনে কেষ্টপুর মিশন বাজার এলাকায় বাজারে প্রচার সারলেন বিজেপির (BJP) মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী। তিনি আজ ২৬ নম্বর ওয়ার্ডের গোটা এলাকায় প্রচার করলেন। পাল্টা ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশোভন মন্ডল ওরফে মাইকেল করোনা বিধি মেনে পুরোহিতকে সঙ্গে নিয়ে মন্ত্র বলতে বলতে ঘণ্টা বাজিয়ে গঙ্গাজল ছরিয়ে স্যানিটাইজ করলেন গোটা বাজার। পাশাপাশি মাস্ক বিলি করলেন।
আরও পড়ুন: Dilip Ghosh: করোনা বিধিতে রোখা হচ্ছে বিরোধী প্রচার, ছাড় তৃণমূলকে, অভিযোগ দিলীপের
তৃণমূল প্রার্থী সুশোভন মন্ডলের দাবি বিজেপি প্রার্থী এবং মহিলা মোর্চা সভানেত্রী বাইরে থেকে লোক নিয়ে এসে করোনা ছড়িয়ে যাচ্ছেন। সেই সঙ্গে ছড়াচ্ছেন সাম্প্রদায়িক বিষ।