আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় হবে নির্বাচন(Municipal Election 2022)। তার আগে বিভিন্ন জেলায় জোর কদমে প্রচার চালাচ্ছে শাসকদলের প্রার্থীরা। উত্তর দমদম(North Dumdum Municipal Election 2022) এলাকাতেও ধরা পড়ল সেই ছবি।
শুক্রবার সকালে উত্তর দমদম পুরসভার(North Dumdum Municipal Election 2022) ২৩ এবং ২৫ নং ওয়ার্ডের তৃণমূল(TMC) প্রার্থী শংকর দাস এবং বিধান বিশ্বাসের সমর্থনে মিছিল করে মাঝেরহাটি আশ্রম রোড এলাকার বাড়ি বাড়ি ধরে চলে প্রচার। সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন ওই দুই প্রার্থী। সাধারণ মানুষরা সমর্থন জানান দুই প্রার্থীকে। শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়েও স্বাগত জানানো হয় প্রার্থীদের।
আরও পড়ুন- Mamata Banerjee: ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে, নির্দলদের বার্তা তৃণমূলনেত্রীর
মিছিল শেষে দুই প্রার্থী(TMC Candidates) জানান, ভোটে জেতার পর তাঁদের প্রাথমিক লক্ষ্য হবে সাধারণ মানুষকে আরও উন্নততর পুর-পরিষেবা পৌঁছে দেওয়া। এর পাশাপাশি যাঁরা এখনও লক্ষীর ভান্ডার বা স্বাস্থ্যসাথী(Swastha Sathi) কার্ড পাননি, সে বিষয়েও খতিয়ে দেখবেন বলে জানান তৃণমূল প্রার্থীরা(TMC Candidates)।