তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে অশান্তি তুঙ্গে। গত কয়েকদিন ধরে চলতে থাকা সাংগঠনিক সমস্যা মেটাতে সক্রিয় হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার কালীঘাটে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বিকেল ৫টা নাগাদ এই বৈঠক শুরু হতে পারে।
পুরসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘিরে তৃণমূলের অন্দরে জটিলতা তুঙ্গে। তৃণমূল সূত্রের খবর, আইপ্যাকের সঙ্গে দলের সম্পর্ক শেষ হতে চলেছে৷ সিনিয়র নেতাদের সঙ্গে দূরত্ব বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee )। এই সব কিছু নিয়েই আলোচনা হবে বৈঠকে।
আরও পড়ুন: West Bengal Municipal election: কড়া নিরাপত্তার মধ্যে শুরু রাজ্যের চার পুরনিগমের ভোট
দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), রাজ্য সভাপতি সুব্রত বক্সী থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ দলের সাংগঠনিক দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেককেই বৈঠকে ডাকা হয়েছে।