শুভেন্দু অধিকারীর মিছিলের আগে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটল। শনিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে প্রথমে হামলা চালানোর অভিযোগ তুলেছে।
বিধানসভা ভোটের পর রাজ্যে বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে শনিবার বিজেপি ভূপতিনগর থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন শুভেন্দু। বিজেপির অভিযোগ, থানা ঘেরাও কর্মসূচিতে তাঁরা যখন এলাকায় মিছিল শুরু করেন, তখন মুগবেড়িয়া বাজারের কাছে তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের সামনেই হামলা চালায়। তাঁদের অনেক কর্মী জখম হন। এই ঘটনার কিছুক্ষণ পর শুভেন্দু সেখানে পৌঁছান এবং থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন।
Tmc Bjp Clash: বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের পানিগ্রাম এলাকা
এদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল নেতা অখিল গিরি দাবি করেছেন, বিজেপির মিছিল আটকানোর কোনও উদ্দেশ্য আমাদের ছিল না। কিন্তু মিছিল থেকে বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে নানা কটূক্তি করছিলেন। স্থানীয় বাসিন্দারা সেই কটূক্তির প্রতিবাদ করে।