রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রীর অখিল গিরির মন্তব্যকে মান্যতা দিল না শাসক দল তৃণমূল। টুইটারে দলের অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে, "আমাদের দলের বিধায়কের দুর্ভাগ্যজনক মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি।" পাশাপাশি টুইটারে দল জানিয়েছে, নারীর ক্ষমতায়ণের যুগে এই ধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।
শুক্রবার নন্দীগ্রামে গিয়ে একটি সভায় বক্তৃতা দেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের বিরুদ্ধে সরব হন। এর প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভও করে রাজ্য বিজেপি। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তাঁর মন্তব্যে প্রকাশ্যে ক্ষমা চান মন্ত্রী অখিল গিরি। যদিও তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় গিয়ে অভিযোগ দায়ের করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 'আদিবাসী বিরোধী'। অখিল গিরির ওই ভিডিয়ো পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ করেন। তৃণমূলের টুইটের পরই পাল্টা টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, "রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে 'সংশোধন অযোগ্য' বেলাগাম মন্তব্য করেন যিনি, তিনই রাজ্যের সংশোধনাগার মন্ত্রী। লজ্জাজনক।"
রাজনৈতিক মহলের মতে, অখিলকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার চাপ তৈরি করার কৌশল সাজাতে পারে বিজেপি। মন্ত্রীর বিরুদ্ধে দলের পক্ষ থেকে এখনও কোনও শাস্তির কথা ঘোষণা করা হয়নি।