দীর্ঘদিন ঘরবন্দী শিশুদের স্কুলমুখী করতে তৃণমূল(TMC) কাউন্সিলরের অভিনব উদ্যোগ। সরস্বতী পুজোর(Saraswati Puja 2022) ঠিক একদিন আগেই সেখানে হাজির 'দুয়ারে সরস্বতী।' বিধাননগর পুরনিগমের(Bidhannagar Corporation) ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর উদ্যোগে এলাকার বিভিন্ন জায়গায় বিলি করা হয় বই-খাতা-পেন্সিল।
দেবী সরস্বতীরূপী ওই ক্ষুদের প্রার্থনা, অবিলম্বে খুলুক রাজ্যের স্কুলগুলি(School reopens in Bengal)। উজ্জ্বয়নী বণিক নামক ওই ক্ষুদের কথায়, দীর্ঘদিন পর স্কুল(School reopens in Bengal) খুললে আবার পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে, দেখা হবে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও। উল্লেখ্য, রাজ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল চালু হলেও বন্ধ রয়েছে প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস।
আরও পড়ুন- Rain starts in Bengal: সকাল থেকেই রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টি, ব্যাহত স্বাভাবিক জনজীবন
করোনা(Coronavirus) আবহে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ ছিল রাজ্যে(West Bengal)। বৃহস্পতিবার থেকে সবে খুলেছে কলেজ-বিশ্ববিদ্যালয়(School-College-University)। আংশিক ক্লাস শুরু হয়েছে স্কুলগুলিতে(School reopens in Bengal)। ছাত্রছাত্রীদের আবার স্কুলমুখী করতে এক ক্ষুদেকে সরস্বতী ঠাকুর সাজিয়ে গোটা এলাকায় অভিনব প্রচার চালালেন এলাকার কাউন্সিলর(TMC Councillor)।