পঞ্চায়েত নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার। তৃণমূল-সিপিএমের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে। সংঘর্ষের মধ্যে পড়ে আক্রান্ত তেহট্ট থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। আশঙ্কাজনক অবস্থায় আইসি তাপস পালকে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সন্ধ্যায় নদিয়ার তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের আশরফপুরে টোটোয় চড়ে প্রচার চালান তৃণমূল ও সিপিএমের কর্মীরা। অভিযোগ, স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু পক্ষের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষের চেহারা নেয়। খবর পেয়ে আইসি তাপস পালের নেতৃত্বে আসে বিরাট পুলিশবাহিনী। এরপরই পুলিশের উপর হামলা শুরু করে। হাঁসুয়া, ইঁট, বাঁশ দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: লঙ্কার দামের ঝাঁঝে হাত পুড়ছে বাঙালির, রান্নায় ঝাল বাড়াতে বিকল্প কী কী হতে পারে?
অল্প চোট পান পুলিশের গাড়িচালক, সিভিক ভলান্টিয়াররাও। পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। আহতদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্ত চালাচ্ছে পুলিশ।