কংগ্রেসের সঙ্গে জোট সম্ভব নয়, সেই ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আপাতত 'একলা চলো' নীতিই গ্রহণ করেছে তৃণমূল । আর তার প্রভাব এবার সংসদেও পড়তে চলেছে । তৃণমূল সূত্রে খবর, সংসদের চলতি অধিবেশনে কংগ্রেসের ডাকা কোনও ধরনের বৈঠকে না থাকার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । সেক্ষেত্রে অধিবেশনের দিনগুলিতে সকালে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বৈঠক তৃণমূল শূন্য হতে পারে ।
যদিও,কংগ্রেসের ডাকা বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট করে কিছু বলছে না তৃণমূল । সবটাই সূত্র মারফৎ জানা যাচ্ছে । তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করলেন না বিষয়টা । তাঁর কথায়,'আগে কংগ্রেস ডাকুক। তার পরে বৈঠকে যাওয়া-না যাওয়া ঠিক হবে।'
১ ফেব্রুয়ারি সংসদে বাজেট অধিবেশন । তার আগে কেন্দ্রের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয় । সেখানে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে সরব হন সুদীপ বন্দ্যোপাধ্যায় । বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকার বিষয়টি বাজেট অধিবেশনে রাখার সুপারিশও জানান তিনি ।