রবিবার ভাটপাড়ার ঘটনা নিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে (Arjun Singh) ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Central Home Minister) অমিত শাহ (Amit Shah)। সূত্রের দাবি, দু’জনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়েছে। পরে বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, এদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকী, এই ব্যাপারে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চিঠি লিখতেও অর্জুনকে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নেতাজী জন্মজয়ন্তীতে(Netaji Birth Anniversary) ভাটপাড়ায় সংঘর্ষ তৃণমূল ও বিজেপির(TMC-BJP)। খবর পেয়ে এলাকায় গেলে সাংসদ অর্জুন সিংকে(MP Arjun Singh) লক্ষ্য করে চলে ব্যাপক ইঁটবৃষ্টি। সাংসদ অর্জুন সিং জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী নুরে জামাল সাহেব এবং মুক্তার আনসারির নেতৃত্বে অরুণ ও তরুণ সাউয়ের দলবল হামলা চালায় বিধায়ক পবন সিংয়ের(MLA Pawan Singh) ওপর।
তিন থেকে চার রাউন্ড গুলি চালানোর কথা স্বীকার করে নিয়ে অর্জুন সিং(Arjun Singh) জানান, তাঁর নিরাপত্তার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয় নিরাপত্তারক্ষী। তিনি কোনওরকমে সেখান থেকে বেড়িয়ে আসেন বলেও জানান ব্যারাকপুরের সাংসদ(MP of Barrackpore)।
আরও পড়ুন- TMC-BJP Clash: নেতাজী মূর্তিতে মাল্যদান ঘিরে রণক্ষেত্র ভাটপাড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ‘গুলি’
তবে এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে তৃণমূল(TMC)। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের(MLA Partha Bhowmik) কথায়, বিজেপি(BJP) সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh) আসলে ধর্মের জিগির তুলে মানুষে-মানুষে ঝামেলা লাগাতে চাইছেন। এর পাশাপাশি, অর্জুন সিংয়ের দেহরক্ষীর গুলি চালানো নিয়েও বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন নৈহাটির(Naihati) তৃণমূল বিধায়ক(TMC MLA)।
রবিবারের ঘটনা নিয়ে ব্যারাকপুরের(Barrackpore) পুলিশ কমিশনার মনোজ ভার্মা(Manoj Verma) জানান, পুলিশ সমস্ত দিক নজর রাখছে। তবে গুলি চালানোর অভিযোগ নিয়ে কিছু বলতে চাননি তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।