কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) পোস্টার এবং ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।
২১ নম্বর ওয়ার্ডের ভার্নার লেন, চ্যাটার্জি পাড়া লেন, চ্যাটার্জি পাড়া এই তিনটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ সাহার পোস্টার এবং ব্যানার রাতের অন্ধকারে কেউ বা কারা এসে ছিঁড়ে দেয় এবং ব্লেড দিয়ে কেটে দেয় । শুধু তাই নয়, মমতা ব্যানার্জি (Mamata Banerjee), অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) এবং কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) ছবির সঙ্গে থাকা বিশ্বজিৎ সাহার পোস্টারেও অভিষেক ব্যানার্জি এবং বিধায়ক মদন মিত্রের ছবিও ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন:
এই বিষয়ে বলতে গিয়ে ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ সাহা বলেন, প্রচারে তাঁর সঙ্গে বিরোধীরা কেউ পেরে উঠছেন না। বলেই রাগের বশে পোস্টার এবং ব্যানার ছিঁড়ছে। এর উত্তর ২৭ তারিখ সাধারণ মানুষ দেবেন । তিনি অভিযোগ করেন এই ঘটনা বিরোধীরা ঘটাচ্ছেন। এই বিষয়ে তিনি বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এবং বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে ।
যদিও এই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির কলকাতা উত্তর শহরতলী জেলার সাধারণ সম্পাদক চণ্ডীচরণ রায় জানান, চারিদিকে তৃণমূলের এত গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তারপরে যদি কোন ঘটনার দায় বিজেপির উপর চাপায়, তাহলে সেই খবর শুনে সাধারণ মানুষ হাসবে ।