আক্রান্ত এসএফআই কলকাতা জেলা সম্পাদক আতিফ নিসার। পথসভা চলাকালীন হামলা(SFI-TMC Clash in Kolkata) চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সোশ্যাল মিডিয়ায় রক্তাক্ত অবস্থায় একটি ভিডিও পোস্ট করে এমনটাই অভিযোগ আতিফের। হামলায় মাথা ফেটে যায় এসএফআই জেলা সভাপতির। হামলায় আক্রান্ত হন আরও বেশকিছু এসএফআই কর্মী-সমর্থক। তাঁদের নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে।
জানা গিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি স্থায়ী ভিসি নিয়োগ, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন(SFI-TMC Clash in Kolkata)। শুক্রবার সেই বিষয়েই বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে এক পথসভার আয়োজন করে তারা। ওই বাম ছাত্র সংগঠনের অভিযোগ, পথসভা চলাকালীন আচমকাই তাঁদের কর্মী-সমর্থকদের ওপর হামলা(SFI-TMC Clash in Kolkata) চালায় একদল দুষ্কৃতী। আক্রান্ত কলকাতা জেলা সম্পাদক আতিফ নিসারের অভিযোগ, শাসকদলের মদতপুষ্ট ওই দুষ্কৃতীরা সভার শুরু থেকেই ঝামেলা বাধাবার চেষ্টা চালাচ্ছিল।
আরও পড়ুন- Ranji Trophy 2023: ট্রফি জয় থেকে বহুদূরে বাংলা, রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিনে চালকের আসনে সৌরাষ্ট্র
উল্লেখ্য, কলকাতার বুকে একাধিকবার ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচনে ২০১৩ সালে গার্ডেনরিচ হরিমোহন ঘোষ কলেজে গুলি চলে। মারা যান কলকাতা পুলিশের এক কর্মী। তারপরই ছাত্র সংসদ বন্ধের দাবিতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানান তৎকালীন শিক্ষামন্ত্রী। তারপর থেকে এখনও পর্যন্ত রাজ্যে বন্ধ রয়েছে ছাত্র সংসদ নির্বাচন।