পঞ্চায়েত ভোটে তাঁরা কাকে প্রার্থী চান, দলের সাধারণ কর্মী-সমর্থককেই তা বেছে নেওয়ার ভার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি মঞ্চ ছাড়তেই সেই ব্যালট লুঠের অভিযোগে চাঞ্চল্য কোচবিহারের গোসানিমারি স্কুল মাঠে। ব্যালট ছিনতাই আটকাতে গিয়ে আহত হন একাধিক তৃণমূল কর্মীদের একাংশ। ছিঁড়ে ফেলা হয় ব্যালট পেপার। অভিযোগ, পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকর্মীদেরও।
জানা গিয়েছে, মঙ্গলবার গোসানিমারি হাই স্কুল মাঠে মিনিট কুড়ির ভাষণের পর মানুষকে পঞ্চায়েতে প্রার্থী বেছে নেওয়ার ভার দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু তিনি মঞ্চ ছাড়তেই মঞ্চে উঠে কার্যত তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। ব্যালট বাক্স নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। তৃণমূল কর্মীরা বাধা দিতে এলে মারামারি বেধে যায়। সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন পুলিশকর্মীরাও।
আরও পড়ুন- Kerala mobile blast: মোবাইল ঘাঁটতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, কেরলে প্রাণ হারাল ৮ বছরের শিশুকন্যা