মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। তৃণমূলের দুই শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের চেহার নেয়। উভয় গোষ্ঠীর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর হাতে গুলি লেগেছে বলে জোরাফুলের একটি শিবিরের অভিযোগ।
গুলি চালানোর প্রতিবাদে তৃণমূলের অন্য শিবিরের সমর্থকরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে। স্থানীয় তৃণমূলের একটি সূত্রের দাবি, এলাকার ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়।
ক্যানিং ব্লকের তৃণমূল সভাপতি শৈবাল লাহিড়ি জানিয়েছেন, তাঁর অনুগামীরা মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। সেসময় ক্যানিং বাসস্ট্যান্ট চত্বরে তাঁদের আটকে দেয় দুষ্কৃতীরা। শুরু হয় ঝামেলা। তখনই গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম সুনীল হালদার। তাঁর অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের অনুগামীরা এই কাজ করছে। যদিও শৈবালের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পরেশরাম।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রচুর পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।