চা বাগানের পরিত্যক্ত জমির দখল নিয়ে রাজনৈতিক সংঘর্ষ উত্তর দিনাজপুরের ইসলামপুরে(Islampur)। মঙ্গলবার ভোরে গুলির শব্দে কেঁপে উঠল স্থানীয় ভদ্রকালী এলাকা। এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে, জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনায় জখম ৫। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই সূত্রের খবর। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার(Arrest) করা যায়নি।
চা বাগানের(Tea Garden) একটি পরিত্যক্ত জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের লড়াই। এদিন ভোরে তা চরমে পৌঁছয়। ভোর চারটে নাগাদ গোবিন্দপুর পঞ্চায়েত এলাকার ভদ্রকা্লীর ঘুম ভাঙে গুলির শব্দে। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে(Islampur Hospital) নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। কারও মাথায়, কারও পায়ে আঘাত রয়েছে।
দক্ষিণ দিনাজপুরের ইসলামপুর(Islampur Clash) থানার ভদ্রকালী এলাকায় এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ। প্রধানত এলাকা দখলকে কেন্দ্র করেই এই বিবাদ। সোমবার সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ, একে অপরের বিরুদ্ধে হামলা(Group Clashj) চালায়। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে(Islampur Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে।