রাজ্যসভা নির্বাচনের জন্য ৬ প্রার্থীর নাম প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে ওই তালিকা প্রকাশ করা হয়। এবারের প্রার্থী তালিকায় রয়েছে তিনটি নতুন নাম।
রাজ্যসভায় এবার তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখেল। এছাড়াও ওই তালিকায় রয়েছেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেন এবং সুখেন্দু শেখর রায়কে। আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। ১৩ জুলাই মনোনয়নপর্ব শেষ হবে।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট প্রকাশ চিক বরাইক। এবং সামিরুল ইসলাম সমাজকর্মী হিসেবেই পরিচিত। অন্যদিকে সাকেত গোখলে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র হিসেবে রয়েছেন। একাধিকবার তাঁকে গ্রেফতার করা হয়। টাকা নয়ছয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।
উল্লেখ্য এবার শান্তা ছেত্রী এবং অসমের নেত্রী সুস্মিতা দেবকে বাদ দেওয়া হয়েছে। গতবার টিকিট পেয়েছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী লুইজিয়ানো ফেলেইরো। কিন্তু তিনি তৃণমূল ছেড়ে বেরিয়ে গেছেন।
নতুন তিন মুখের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সাকেত গোখলে। তিনি মহারাষ্ট্রের রাজনীতিক এবং সমাজকর্মী হিসেবেও পরিচিত ছিলেন। বিজেপি বিরোধী হিসেবে যথেষ্ট পরিচিত মুখ সাকেত।