ভোট শেষ হতেই আলিপুরদুয়ারে চমক তৃণমূল কংগ্রেসের। সন্ধ্যায় উত্তরের এই জেলায় 'আনন্দ মিছিল' বার করল বাংলার শাসক দল। কলকাতায় সাংবাদিক বৈঠক করতে বসে রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের অন্যতম মুখপাত্র শশী পাঁজা দাবি করলেন, প্রথম দফার ভোটে জয় হয়েছে নারীশক্তির।
রাজনৈতিক মহলের দাবি, প্রথম দফায় যে পরিমাণ ভোটদান হয়েছে, তাতে উত্তরের তিন জেলাকে নিয়ে আশা বাড়ছে বাংলার শাসকদলের। পাঁচ বছর আগে এই তিন কেন্দ্রেই জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি। কোচবিহার ছাড়া বাকি দুই আসনে এবার যেন পিছিয়েই শুরু করেছে গেরুয়া শিবির। এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।
গোড়া থেকেই উত্তরবঙ্গের এই তিন জেলায় লাগাতার প্রচার করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে আক্রমণ থেকে শুরু করে গত ১৩ বছরে তৃণমূল সরকারের খতিয়ান প্রতিটি জনসভায় তুলে ধরেন মমতা। রাজনৈতিক মহলের দাবি, পাঁচ বছর আগের কোন্দলের ছবি সরিয়ে এবার এই তিন কেন্দ্রে অনেকটাই এককাট্টা তৃণমূল কংগ্রেস।
তাই ভোট শেষ হতেই আলিপুরদুয়ারে তৃণমূলের মিছিলকে কার্যত চমক বলেই দাবি করেছে রাজনৈতিক মহল। তাঁদের মতে, গত ১৩ বছরে এই দৃশ্য দেখেনি বঙ্গ রাজনীতি। এমন কী ফর্মে থাকা অবস্থাতেও ভোট শেষের ঠিক পরেই মিছিল করতে দেখা যায়নি বামেদেরকেও।