পুরসভা নির্বাচনের (West Bengal Civic Poll) আগের দিন কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কামারহাটি (Kamarhati) এলাকা। নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের লোগো কারা ব্যবহার করবেন তা নিয়েই শুরু হয় বিবাদ। বচসা গড়ায় সংঘর্ষে। এলাকায় মোতায়েন হয় বিরাট পুলিশবাহিনী।
আরও পড়ুন: Municipal Election: পুরভোটের আগে 'আক্রান্ত' বিজেপি, অভিযোগ বালুরঘাট, কোন্নগরে
কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডেরঘটনা। নির্বাচনের আগের দিন রণক্ষেত্রের চেহারা নিল গোটা অঞ্চল। তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী ও তাঁর সমর্থকদের সাথে এলাকারই তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়। বাঁশ দিয়ে একে অপরকে মারধর করা হয়। পুলিশের সামনেই শুরু হয় সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকায়।