কলকাতা পুরসভার পর রাজ্যের চার পুরভোটের ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)।
শিলিগুড়ি(Siliguri) থেকে আসানসোল(Asansol), বিধাননগর(Bidhannagar) থেকে চন্দননগর(Chandannagar), প্রতিটি জায়গায় সকাল থেকেই সবুজ ঝড়। তবে, সকাল থেকে যা ট্রেন্ড, তাতে এই চার পুরসভায় বিরোধী হিসাবে উঠে আসছে বাম-কংগ্রেসই(Left-Cong)। বরং বিজেপির(BJP) অবস্থা বেশ কোণঠাসা।
এই চার পুরভোটে শিলিগুড়ি(Siliguri Municipality) দখলের পথে তৃণমূল কংগ্রেস(TMC)। কংগ্রেসের অভিযোগ, বামেদের সিদ্ধান্তই ডোবাল। ইতিমধ্যেই এই চার পুরসভার বেশ কিছু ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল(TMC) প্রার্থীরা। শিলিগুড়িতে জয় পেয়েছে বাম-কংগ্রেস(Left-Cong)। আসানসোলে একটি ওয়ার্ডে জয়ী বিজেপি(BJP)। ৩৩ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির(Jitendra Tiwary) স্ত্রী চৈতালী তিওয়ারি। চন্দননগরের ৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল(TMC)।