'ভারতীয় বিচারব্যবস্থার ওপর সম্পূর্ণ বিশ্বাস, আস্থা রয়েছে।' শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে সরানো হয়। এরপরই একথা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তাঁর আরও অভিযোগ, ভোটের ময়দানে না লড়তে পেরে বিচারব্যবস্থার অল্প কয়েকজনকে কাজে লাগাচ্ছে বিজেপি। তিনি জানান, মোট ২২টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিলে তাঁর দেওয়া নির্দেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠে গেল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারানোদের অনেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ফলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শোনার অধিকার হারিয়েছেন।
আরও পড়ুন- Gold and Silver price: আগুন দামে লাগাম, শুক্রবার লাফিয়ে কমল সোনা রুপোর দাম