জমিজমা সংক্রান্ত মামলা তুলে নিতে হবে। অন্যথায় বাড়ি এসে এক মহিলাকে তিনদিনের মধ্যে গুলি (shoot) করে মারার হুমকি তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে (Sonarpur)। এই ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন আক্রান্ত মহিলা মনিকা মজুমদার। সূরের খবর, অভিযুক্ত তৃণমূল নেতা পার্থ মণ্ডল সোনারপুর(Sonarpur Town TMC) টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি।
আক্রান্ত ওই মহিলার বক্তব্য, পৈতৃক সম্পত্তি তিনি বিক্রি না করলেও বেআইনিভাবে সেখানে নির্মাণ কাজ চলছে। এই ঘটনার বিচার চেয়ে আদালতের দারস্থ হয়েছেন তিনি। কেন আদালতে(Court) গিয়েছেন? সেই ক্ষোভে ও দ্রুত মামলা তুলে নেওয়ার দাবিতে অভিযুক্ত তৃণমূল নেতা(TMC Leader) মহিলার বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি(Death Threat), অশ্লীল ভাষায় গালাগালি সহ গুলি করে মারার হুমকি দেয় বলেই অভিযোগ।
আরও পড়ুন- Anubrata mondal : নজরদারি বাড়ছে অনুব্রতর উপর, এবার তৃণমূল নেতার পাসপোর্ট চাইল সিবিআই
কনিকাদেবীর ছেলে ও মেয়ে দুজনেই কর্মসুত্রে ভিনরাজ্যে থাকেন। বাড়িতে একাই থাকেন মহিলা। ফলে এই ঘটনার জেরে তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন। এই বিষয়ে সোনারপুর দক্ষিণ(Sonarpur South) বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র(Lovely Maitra) বলেন, “আইন আইনের পথে চলবে। আক্রান্ত মহিলার সঙ্গে কথা হয়েছে। আমি ওনার পাশে রয়েছি।” তবে এ বিষয়ে এখনও অভিষুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পার্থ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাইরে রয়েছেন বলে জানিয়েছেন।