বিজেপি (BJP)সমর্থকের বৃদ্ধা মাকে পিটিয়ে খুনের অভিযোগ। ওই ঘটনায় মূল অভিযুক্ত সমীর মল্লিক নামে এক তৃণমূল কর্মী। তাঁকে মদত দেওয়ার অভিযোগ উঠল এলাকার যুব তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। যা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্য বনগাঁয়।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটা (Gaighata) থানার মানিকহীরা দেশপাড়া এলাকার। মৃত বৃদ্ধার নাম কানন রায় বয়স ৬২ বছর। ঘটনার পরেই ওই যুব তৃণমূল নেতা নিরুপম রায়ের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সমীরকে।
আরও পড়ুন - ইন্টারনেটে আপলোড হওয়া সরকারি নথি হাতিয়ে জালিয়াতি, তথ্য আড়াল করতে রাজ্যকে চিঠি পুলিশের
জানা গিয়েছে, বৃদ্ধার ছেলে জয়ন্ত রায় বিজেপি সমর্থক। অভিযোগ, বুধবার রাতে জয়ন্ত এবং তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন অভিযুক্ত সমীর। অভিযোগ, প্রতিবাদ জানালে জয়ন্তকে মারধর করেন তিনি।
মারামারি ঠেকাতেই গেলে অভিযুক্ত সমীর বৃদ্ধার মাথায় আঘাত করে। বাঁচাতে এলে বৃদ্ধার পুত্রবধূকেও মারধর করা হয় বলে অভিযোগ।
জখম ওই বৃদ্ধাকে রাতেই চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বারাসত স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।