তৃণমূলের উপ-প্রধানকে (TMC Leader) লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে রামপুরহাট (Rampurhat) থানার বগটুই গ্রামে। রামপুরহাটের এক নম্বর ব্লকের বড়শাল গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন ভাদু সেখ। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী ব্যাপক বোমাবাজি (Bombing) করে। আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ের কাছে তিনি বসে ছিলেন। সেখানেই কয়েকজন দুষ্কৃতী তার ওপর বোমা ছোঁড়ে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কী কারণে তার ওপর আক্রমণ, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে রাজনৈতিক কারণ, নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। ঘটনার পর এলাকায় পুলিশের টহলদারি শুরু হয়ছে।
আরও পড়ুন: ডাক্তারি পড়ুয়াদের দুই সংগঠনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত আর জি কর, আহত প্রায় ৭-৮ জন
প্রসঙ্গত, পানিহাটিতে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় তৃণমূল কাউন্সিলরকে। ঝালদার এক কংগ্রেস কাউন্সিলরকেও গুলি করে হত্যা করা হয়। সম্প্রতি কল্যাণীতে বিজেপি সাংসদের গাড়ি লক্ষ করে বোমাবাজি হয়। এবার রামপুরহাটে বোমাবাজিতে নিহত তৃণমূল কংগ্রেসে উপ-প্রধান। রাজ্যে রাজনৈতিক নেতাদের ওপর পরপর আক্রমণে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।